সিদ্ধিপুরে ড্রাগসের ডেরায় হানা কাটিগড়া পুলিশের, উদ্ধার ৩৯১টি কন্টেনার, গ্রেফতার দুই
মূল অভিযুক্ত টিটুর স্ত্রীকে গ্রেফতারের দাবি প্রাক্তন জিপি সভানেত্রী সহ এলাকাবাসীদের
আজকের বরাক, কাটিগড়া, ৩জুন: নেশা সামগ্রীর বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। এবারে একশন মুডে কাটিগড়া পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে, রবিবার কাটিগড়া থানার ওসি জোসেফ ভি কেইভম দলবল নিয়ে কাটিগড়ার সিদ্ধিপুরে এক গালামালের দোকানে হানা দেন। প্রথমে সাদা পোশাকে এবং এরপর সদলবলে পুলিশের এই অভিযানে ৩৯১ ছোট কন্টেনারে ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এরই সঙ্গে, দোকান মালিক টিটু দাস ওরফে প্রদীপ দাস এবং বকুল পাল নামের দুজনকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, এদিন দিন থেকেই ড্রাগসের বিরুদ্ধে অভিযানে নামার পরিকল্পনা ছিল পুলিশের। তবে সন্ধ্যার পূর্বে আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ এই অভিযান শুরু করে কাটিগড়া পুলিশ। দীর্ঘ্য দু-ঘন্টার অভিযানে ৩৯১ টি ছোট কন্টেনারে ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়। এরই সঙ্গে নগদ ৯৭০০ টাকা বাজেয়াপ্ত করা হয়।
এদিকে সিদ্ধিপুর এলাকায় দীর্ঘ্যদিন থেকেই টিটু সহ তার পরিবারের লোকেরা অবৈধ ড্রাগসের রমরমা ব্যবসা চালিয়ে আসছে। এতে দিন দিন এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এমনই অভিযোগ স্থানীয় মানুষের। টিটুর স্ত্রী এই ব্যবসার মূল কান্ডারী বলে অভিমত কাতিরাইল জিপি সভানেত্রী সুপর্ণা ভট্টাচার্য্য সহ এলাকাবাসীদের। তাই এলাকায় নেশা বিক্রি বন্ধ করতে, টিটুর স্ত্রী সহ এলাকায় ছড়িয়ে থাকা ড্রাগস কারবারিদেরকে গ্রেফতার করার জোরালো দাবি জানিয়েছেন এলাকার জনগণ। এমর্মে আসামের মূখ্যমন্ত্রী সহ কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেন তারা।
Author: Sam Paul
Journalist