November 5, 2024 2:00 pm

सोशल मीडिया :

আগামীকাল থেকে শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের বার্ষিক উৎসব

আজকের বরাক, শিলচর, ৯ জুন : প্রতি বছরের ন্যায় এবছরও শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের ৩৮ তম বার্ষিক উৎসব আগামী ১০ থেকে ১২ জুন তিনদিন ব্যাপী বিভিন্ন সনাতন ধর্মীয় কার্যসূচির মধ্য পালন করা হবে। আগামী ১০ জুন অর্থাৎ সোমবার উক্ত আশ্রম প্রাঙ্গনে বৈদিক মন্ত্রপাঠ, গৈরিক পতাকা ও অখণ্ড প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন পরমপূজ্যপাদ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। সকাল ৭ টায় হরিওঁ মহানাম সংকীর্তন সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজকে নিয়ে শিলচর শহর পরিক্রমার করে শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমে পদার্পণ। সকাল ১০ টায় সাধু নিবাসের দ্বারোদ্ঘাটন, ১২টায় দীক্ষানুষ্ঠান, সন্ধ্যা ৬ টা থেকে সমাগত সাধু-মহাত্মাবৃন্দদের দ্বারা প্রবচন পাঠ।
মঙ্গলবার ব্রহ্মমুহুর্তে মঙ্গলারতি, শ্রীশ্রী রুদ্রাভিষেক, সাধু ভান্ডারা ও উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, সঙ্গীতানুষ্ঠান, সনাতন ধর্ম সম্মেলন, নিত্যানুষ্ঠান। ১২ জুন তথা বুধবার মঙ্গলারতি, শ্রীশ্রী চণ্ডীপাঠ, শ্রীশ্রী গুরু পূজা, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, বস্ত্র বিতরণ সহ আরো অন্যান্য অনুষ্ঠান। শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় দেশ-বিদেশ থেকে সাধু-মহাত্মাবৃন্দরা উপস্থিত থাকবেন। উক্ত তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় এই অঞ্চলের সবাই ধর্মপ্রাণ ভক্তবৃন্দদের উপস্থিতি কামনা করেন শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের কর্মাধ্যক্ষ স্বামী মহানন্দ গিরি মহারাজ।

Sam Paul
Author: Sam Paul

Journalist

Facebook
WhatsApp
Twitter
LinkedIn
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

क्रिकेट लाइव स्कोर

बड़ी ख़बरें