November 5, 2024 1:55 pm

सोशल मीडिया :

হীরক জয়ন্তীঃ জনতা কলেজ কর্তৃপক্ষের জরুরী বৈঠক

আজকের বরাক, শিলচর, ৯ জুনঃ দক্ষিণ কাছাড়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাবুগঞ্জ জনতা কলেজ তাদের ৬০ তম বর্ষপূর্তিতে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আগামী ২২ ও ২৩ জুন উদযাপন করতে চলেছে হীরক জয়ন্তী উদযাপন সমারোহ। এরই পরিপ্রক্ষিতে রবিবার কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ ডঃ দেবাশিস পালের পৌরহিত্যে চূড়ান্ত রূপরেখা তৈরির উদ্দেশ্যে আয়োজিত হয় এক জরুরী বৈঠক। উক্ত বৈঠকে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, প্রাক্তনী সমিতির পদাধিকারী সদস্য সদস্যা, শুভাকাঙ্খী সহ বর্তমান কলেজ পড়ুয়ারা উপস্থিত থেকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। হীরক জয়ন্তী উদযাপন সমারোহকে সফল করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন কলেজ অধ‍্যক্ষ ডঃ দেবাশিস পাল।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ তথা হীরক জয়ন্তী উদযাপন সমারোহের আহ্বায়ক সুজাতা পালিত, আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ সুপ্রবীর দত্তরায়, ভাগাবাজার এম এ লস্কর জুনিয়র কলেজের অধ্যক্ষ বিষ্ণু রঞ্জন ধর, জনতা কলেজ প্রাক্তনী সমিতির যুগ্ম সম্পাদক মিহির কান্তি ভট্টাচার্য প্রমুখ।

উপস্থিত ছিলেন অধ্যাপক যথাক্রমে ডঃ মুন্নি দেব মজুমদার, ডঃ ঊষা রানী শর্মা, ডঃ শিরতাজ বেগম লস্কর, জনতা কলেজ প্রাক্তনী সমিতির সহকারী প্রচার সম্পাদক কমলেশ দাশ, সদস্য কমলেন্দু শুক্লবৈদ্য প্রমুখ।

Sam Paul
Author: Sam Paul

Journalist

Facebook
WhatsApp
Twitter
LinkedIn
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

क्रिकेट लाइव स्कोर

बड़ी ख़बरें