November 5, 2024 9:46 am

सोशल मीडिया :

জম্মুতে তীর্থযাত্রীদের বাসে জঙ্গি সংগঠনের দ্বারা আক্রমণের বিরুদ্ধে আগামীকাল সমগ্র দেশে কার্যসূচি হাতে নিয়েছে ভিএইচপি

জম্মুতে তীর্থযাত্রীদের বাসে জঙ্গি সংগঠনের দ্বারা আক্রমণের বিরুদ্ধে ১২ জুন সমগ্র দেশে ধর্ণা প্রদর্শন, কুশপুত্তলিকা পোড়ানো, রাষ্ট্রপতির উদ্দ্যেশ্যে স্মারক পত্র প্রদান করবে ভিএইচপি, কার্যসূচি হাতে নিয়েছে দক্ষিণ পূর্ব প্রান্তও 

আজকের বরাক, শিলচর, ১১জুন: জম্মু কাশ্মীরের কটরা স্থিত মাতা বিষ্ণু দেবী মন্দির থেকে শিবকোরি ধাম দর্শনে যাওয়ার পথে গত ৯জুন পাকিস্থান মদতপুষ্ট ইসলামিক জঙ্গি সংগঠন শিবকোরি ধামের নিকটতম রিয়াসি জেলার রানসু নামক স্থানে তীর্থ যাত্রীদের বাসের উপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে জঙ্গীরা। গুলি বাসের টায়ারে লাগলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই বাস চালক, এক শিশু সহ ১০ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। যার জেরে দেশে ক্ষোভ বিরাজ করছে।

ছবি সৌজন্যে: PTI

(ছবি সৌজন্যে: PTI)

জঙ্গিদের অতর্কিত হামলায় হত্যা করা হয়েছে তাদের। বলে মন্তব্য করে বিশ্ব হিন্দু পরিষদ। মঙ্গলবার ভিএইচপি-র কেন্দ্রীয় সংগঠন মন্ত্রী মিলিন্দ পারান্ডে এবং বজরং দলের রাষ্ট্রীয় সংযোজক নীরজ দোনেরিয়া এই হামলার তীব্র ভাষায় নিন্দা জানিয়ে, এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তারা জানান, এই ঘটনার পরিপ্রক্ষিতে সন্ত্রাসী হামলায় নিহত হিন্দু তীর্থযাত্রীদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১২ জুন, বুধবার বজরং দল সারা দেশের সব কটি জেলায় পাকিস্তান মদতপুষ্ট ইসলামিক জিহাদি সন্ত্রাসবাদের কুশপুত্তলিকা পোড়াবে এবং জেলাশাসকের মারফত দেশের রাষ্ট্রপতির উদ্দ্যেশ্যে স্মারকলিপি প্রদান করবে। এদিকে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়েক জানান, কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী এই প্রান্তের অধীন সব কটি জেলায় ধর্ণা কার্যসূচি, কুশপুতুল পোড়ানো হবে এবং শেষে জেলাশাসকের মারফত রাষ্ট্রপতির উদ্দ্যেশ্যে স্মারকপত্র প্রেরন করা হবে। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত প্রচার ও প্রসার প্রমুখ এস পাল এক প্রেসবার্তায় এখবর জানিয়েছেন।

Sam Paul
Author: Sam Paul

Journalist

Facebook
WhatsApp
Twitter
LinkedIn
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

क्रिकेट लाइव स्कोर

बड़ी ख़बरें