November 5, 2024 9:52 am

सोशल मीडिया :

প্রাকৃতিক দুর্যোগের সময় বানভাসীদের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত রেখেছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন

প্রাকৃতিক দুর্যোগের সময় বানভাসীদের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত রেখেছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন

আজকের বরাক, করিমগঞ্জ, ৩জুলাই: মানুষের পাশে মানুষ দাঁড়িয়ে শিব জ্ঞানে জীব সেবা করার কথা বলেছেন স্বামী বিবেকানন্দ । স্বামীজী বলেছেন পরোপকারই ধর্ম, অপরকে ভালোবাসাই ধর্ম । সমগ্র পৃথিবীতে সকলের মানবিক মূল্য সমান । আর সেই বার্তাকে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগের সময় বানভাসীদের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত রেখেছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন । বুধবার দুর্গত এলাকার সড়কগুলি জলমগ্ন থাকার পরে নৌকা করে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের কাছে ছুটে যান আশ্রমের সন্ন্যাসীরা । এদিন নলেগড়, নাথুপুর, দিঘিরপার, নয়াপাড়া, পুটিমারা সহ বেশ কয়েকটি গ্রামের ৫০০ অধিক বন্যার্থদের মধ্যে ত্রাণ সামগ্রী তোলে দেন করিমগঞ্জ আশ্রমের সন্ন্যাসী স্বামী পূর্ণপ্রজ্ঞানন্দ মহারাজ ।

মহারাজ বলেন, মানব জীবনে আমরা সমাজ থেকে প্রতিদিন সেবা পেয়ে থাকি । তাই সমাজকেও আমাদের সেবা দেওয়ার দায়িত্ব থেকে যায় । মহারাজ বলেন, বুধবার ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে দুর্যোগের মিশনের গাড়ি নৌকা করে নিয়ে গিয়ে বানবাসীদের মধ্যে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী । স্বামী পূর্ণপ্রজ্ঞানন্দ মহারাজ বলেন, রামকৃষ্ণ মিশন এমন একটা প্রতিষ্ঠান যার চারটি স্তম্ভের মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা, শিক্ষা, স্বাস্থ্য এবং ত্রাণ । আর এই কারনেই মানুষের মধ্যে ঈশ্বর ভিত্তি

করে দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের মানবিক, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণকার্য প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আসছে । তিনি বলেন, রামকৃষ্ণ মিশন সবসময় আত্ম মানবতার সেবায় গরীবদের পাশে থেকে কাজ করছে । দ্বিতীয় দফার বন্যায় করিমগঞ্জ জেলার মানুষ অসহায় হয়ে পড়েছেন । করিমগঞ্জ আশ্রমের সম্পাদক স্বামী প্রভাসানন্দজি নেতৃত্বে ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে । প্রতিদিন সার্ভে করে তালিকা প্রস্তুত করে সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানান তিনি । বুধবারের ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক উত্তম ভট্টাচার্য, কিরণ্ময় দাস, সজল শুক্ল, সুদীপ দাস, মৃনাল দাস সহ আরও অনেকেই।

Sam Paul
Author: Sam Paul

Journalist

Facebook
WhatsApp
Twitter
LinkedIn
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

क्रिकेट लाइव स्कोर

बड़ी ख़बरें