জাতি দাঙ্গায় উত্তপ্ত জিরিবাম, জিরিঘাটে কড়া নিরাপত্তা অসম পুলিশের
আগামীকাল লক্ষীপুরে শান্তি কমিটির সভা, জানালেন বিধায়ক কৌশিক
আজকের বরাক, শিলচর, ৯জুন: আগামীকাল সোমবার লক্ষীপুরে বিভিন্ন শান্তি কমিটি নিয়ে সভা অনুষ্ঠিত হবে, জানান লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই। পার্শ্ববর্তী রাজ্যের ঘটনা প্রবাহে অসমের লক্ষীপুর ও সংলগ্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি রবিবার সংবাদ মাধ্যমকে অবগত করেন। কোনো গুজবে কান না দিতেও সকলের প্রতি আহবান রাখেন তিনি। উল্লেখ্য, অসমের কাছাড় জেলা সংলগ্ন রাজ্য মণিপুরের জিরিবাম এলাকায় জাতিগোষ্ঠী দাঙ্গায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মণিপুর প্রশাসন ওই এলাকায় কারফিউ জারি করেছে। সেই সঙ্গে হেলিকপ্টারে করে সেনাবাহিনীকে জিরিবামে নামানো হয়।
এদিকে, জিরিবামের ঘটনাকে কেন্দ্র করে কাছাড় জেলা পুলিশ বিভাগ অসম-মণিপুর সীমান্ত সংলগ্ন জিরিঘাট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। অসম পুলিশ ৩৭ নং জাতীয় সড়কে নিরাপত্তা কর্মী মোতায়েন করে আসাযাওয়া সমস্ত লোকের উপর কড়া নজরদারি রেখেছে। আসাম রাইফেলসের সৈন্যরাও এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছে। শনিবার কাছাড়ের পুলিশ সুপার নুমুল মাহাতো বিশাল পুলিশ বাহিনী নিয়ে সীমান্ত সংলগ্ন জিরিঘাট এলাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিস্থিতি খতিয়ে দেখেন এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। পুলিশ সুপার জিরিঘাটে যাওয়া আসা অব্যাহত রেখেছেন। তীক্ষ্ণ নজর রাখছেন। পুলিশ সুপার জিরিঘাটের বিভিন্ন গ্রাম পরিদর্শন করে ‘নমদাইলং’ গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় হাতে ‘এয়ারগান’ নিয়ে খোলা রাস্তায় ঘোরাফেরাকারী মণিপুর তামিলংয়ের এক যুবককে বন্দুক সহ আটক করা হয়েছে। এছাড়াও, গ্রামের মানুষের সঙ্গে কথা বলে পুলিশ সুপার এলাকার শান্তি বজায় রাখার জন্য এবং গুজব থেকে দূরে থাকার জন্য জনগণের কাছে আবেদন করেছেন।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কাছাড়ের পুলিশ সুপার মাহাতো জানান, জেলার প্রতিবেশী এলাকায় কিছুটা অশান্তি চলছে। তবে কাছাড় জেলায় শান্তি রয়েছে। অসম পুলিশ অসম-মণিপুর সীমান্তের সব এলাকায় ক্রমাগত টহল দিচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার পাশাপাশি বিভিন্ন জায়গায় কমান্ডো সহ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, কাছাড় জেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন।
বসবাসকারী সকল মানুষই শান্তিপ্রিয় প্রকৃতির। কাছাড় জেলায় উত্তেজনা ছড়ানোর জন্য বাইরে থেকে চেষ্টা করলে অসম পুলিশ তা মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত। জেলায় শান্তি বজায় রাখার পাশাপাশি জনগণকে কোনও ধরনের গুজব না ছড়ানোরও আহ্বান জানিয়েছেন।
Author: Sam Paul
Journalist