আজকের বরাক প্রতিবেদক, কাটিগড়া, ৩১জুলাই: কাতিরাইলের ধর্মপ্রাণা মহিলা খুশী রাণী দত্ত পরলোক গমণ করলেন। বুধবার সকালে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎ নামে দীক্ষিত ইস্টপ্রাণা মহিলা, খুশী রাণী দত্তের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। রেখে গেছেন দুই ছেলে, পুত্রবধূ, নাতি, গুরু ভ্রাতা-ভগিনী সহ অসংখ্য গুণমুগ্ধ।
কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাতিরাইল গ্রামের বাসিন্দা তথা নাগাল্যান্ড পূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী নিপেন্দ্র চন্দ্র দত্তের স্ত্রী ছিলেন খুশী রাণী দত্ত। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন বেশ কিছুদিন থেকে। পরিবারের লোকেরা দিন কয়েক পূর্বে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই অ্যাপালো হাসাপাতালে নিয়ে যান তাঁকে। হার্টের অসুখের চিকিৎসার পর মোটামুটি সুস্থ হয়ে গত ২৬ জুলাই বাড়ি ফেরার পথে ট্রেনে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হন খুশী রাণী দত্ত। বাড়ি ফিরে খাওয়া দাওয়াও ঠিক মত করতে পারছিলেন না। অবশেষে পরিবারের সবাইকে কাঁদিয়ে ৩১ জুলাই, বুধবার সকাল ১০ টা ৫৮ মিনিটে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খুশী রাণী দত্তের মৃত্যুর খবর চাউর হতেই তাঁকে শেষ দেখা দেখতে তাঁর বাড়িতে ছুটে যান বিশিষ্ট ব্যবসায়ী ধীমান গোস্বামী, বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য্য, বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাছাড় জেলা সহ সভাপতি অশোক কুমার দাস সহ পাড়া প্রতিবেশীরা ও গুরু ভাইরা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। দুপুর তিনটা নাগাদ সিদ্ধেশ্বর শশ্মান ঘাটে সদ্য প্রয়াত খুশী রাণী দত্তের শেষকৃত্য সম্পন্ন হয়।
Author: Sam Paul
Journalist